Posts Tagged ‘শিখতে’

লিখেছেনঃ কায়সার আহমেদ

“বিসমিল্লাহ হির রহমানির রহিম”

প্রতিটি সি প্রোগ্রাম এক গুচ্ছ এক্সপ্রেশন বা স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। প্রতিটি এক্সপ্রেশন আবার কতগুলো প্রতীক, সংকেত, ভেরিয়েবল তথা টোকেন, কীওয়ার্ড, অপারেটর, অপারেন্ড ইত্যাদির সমন্বয়ে গঠিত।

টোকেনঃ- টোকেন বলতে বুঝায় সিম্বল বা প্রতীক। প্রতিটি সি প্রোগ্রাম কতগুলো স্টেটমেন্ট নিয়ে গঠিত। স্টেটমেন্টসমূহকে আবার এক বা একাধিক ওয়ার্ড এবং ক্যারেক্টারের সমষ্টি। সি প্রোগ্রামে ব্যবহৃত এরুপ ওয়ার্ড এবং ক্যারেক্টারসমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয়। যেমনঃ কীওয়ার্ড একটি টোকেন, এটি প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করা হয়, int, char, float এগুলো হল উদাহরন। আইডেনিটফায়ার ও একটি টোকেন, এটি ভেরিয়েবল, ফাংশন স্ট্রাকচার ইত্যাদি নামকরনের জন্য ব্যবহার হয়,  I, J, main ইত্যাদি। (বিস্তারিত…)

লিখেছেনঃ কায়সার আহমেদ

“বিসমিল্লাহ-হির রহমানীর রহিম”।

Clrscr() ফাংশনঃ- এটি সাধারনত ব্যবহার করা হয় একটি প্রোগ্রামে অনেক বার ভেরিয়েবল পরিবর্তন করে প্রোগ্রাম রান করার জন্য। প্রোগ্রামটি রান করার ফলে তার রেজাল্ট বা ফলটি আউটপুটে থেকে যায়। বার বার যদি প্রোগ্রামটি রান করা হয় তাহলে রেজাল্টটি পর পর দেখায়। এ সমস্যা সমাধান করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। (বিস্তারিত…)

লিখেছেনঃ কায়সার আহমেদ

“বিসমিল্লাহ-হির রহমানীর রহিম”।

ভেরিয়েবলের আউটপুট অপারেশনঃ-  প্রোগ্রাম ডেটা তথা ভেরিয়েবলের মান প্রদর্শন করাকে আউটপুট অপারেশন বলে। সি প্রোগ্রামে কোন ভেরিয়েবলের মান মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য printf ( ), putc ( ), puts ( ), putchar ( ) প্রভৃতি লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। (বিস্তারিত…)

লিখেছেনঃ কায়সার আহমেদ

সব প্রোগ্রামই কিছু না কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করে। প্রোগ্রামে ব্যবহারের জন্য ডেটাকে প্রথমে মেমরিতে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে মেমরি থেকে ডেটা উত্তোলন করে কাজে লাগানো হয়। নিম্ন পযার্য়ের ভাষায় মেমরিতে ডেটা রাখার জন্য সরাসরি বিট, বাইট এবং মেমরি এ্যাড্রেস ব্যবহার করা হয়, যা বড় বড় প্রোগ্রামের জন্য অত্যন্ত জটিল এবং কষ্টকর। কারণ লক্ষ লক্ষ এ্যাড্রেসের মধ্যে কখন কোন এ্যাড্রেসে কোন ডেটা রাখা হল তা মনে রাখা অসম্ভব। এই অসুবিধা দূর করার জন্য এবং প্রোগ্রামকে সহজ করার লক্ষ্যে উচ্চ পযার্য়ের ভাষায় বিট বাইট এর পরিবর্তে ভেরিয়েবল ব্যবহার করা হয়। (বিস্তারিত…)

লিখেছেনঃ কায়সার আহমেদ

প্রোগ্রাম, প্রোগ্রামিং কি?

কমপিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নিদের্শমালার সমষ্টিকে প্রোগ্রাম (program) বলা হয়। আর এই ধারা বণর্না বা প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং (programming) বলা হয়। অন্য কথায়, কোন সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদানের অনুক্রমে নিদের্শাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলা হয়। (বিস্তারিত…)