Posts Tagged ‘জামাল উদ্দিন’

লিখেছেনঃ জামাল উদ্দিন

প্রাক কথনঃ প্রথম পর্বে উবুন্টু কী এবং কেনো উবুন্টু নিয়ে আলোচনা করেছিলাম । সেটা ছিল উবুন্টু/লিনাক্স মিন্ট সিরিজের শূন্যতম টিউন । এপর্ব থেকে শুরু হচ্ছে আসল টিউটরিয়াল । উবুন্টু/লিনাক্স মিন্ট ইন্সটল করার জন্য আপনার উবুন্টু/লিনাক্স মিন্টের সিডি বা বুটেবল পেনড্রাইভ ব্যবস্থা করতে হবে । এ পর্বে তাই নিয়ে আলোচনা হবে । একটা জিনিস সবাই খেয়াল রাখবেন – উবুন্টু আর লিনাক্স মিন্ট যেহেতু একই জিনিস তাই উবুন্টুর মোটামুটি সব টিউটরিয়াল আপনি লিনাক্স মিন্টের জন্য ব্যবহার করতে পারবেন । যারা ইন্টারনেট থেকে মিডিয়া কোডেক ডাউনলোেডর এর ঝামেলায় যেতে চান না এবং প্রায় উইন্ডোসের মত দেখতে একটা অপারেটিং সিসটেম চান তাদের জন্য লিনাক্স মিন্টই উপযুক্ত । (বিস্তারিত…)

লিখেছেনঃ জামাল উদ্দিন

আজ উবুন্টু টিউটরিয়াল এর শুরু করলাম । উবুন্টু নিয়ে টিউটরিয়াল লিখবো আর যদি আমরা ভালোভাবে নাই জানি উবুন্টু কী তাহলে তো খুব লজ্জার কথা :)
উবুন্টু নিয়ে প্রথম কথাই যেটা বলা হয় সেটা হল এটি একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিসটেম । তাইলে লিনাক্স আর উবুন্টু কী এক জিনিস ? এর উত্তর হচ্ছেঃ না ! লিনাক্স হচ্ছে একটা কার্নেলের নাম । এবার হয়ত জিজ্ঞেস করবেন এই কার্নেল টা আবার কে ? (বিস্তারিত…)

লিখেছেনঃ জামাল উদ্দিন

উবুন্টু সাধারনত দুইভাবে ইন্সটল করা হয় – উবি দিয়ে উইন্ডোসের ভেতর ইন্সটল আর আরেকটি আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল । দূরে বসে নতুন কেউ যদি আমাকে বলেন ” উবুন্টু কিভাবে ইন্সটল করব ? ” আমি তখন ভাবনাহীন উপায় উবি দিয়ে করতে বলে দেই । সাথে এ ও বলি , যদি উবুন্টুতে পুরোপুরি ট্রান্সফার হতে চান তবে ফ্রেশ ইন্সটলই ভালো , আর উবি দিয়ে ইন্সটল করলে ডিস্ক পারফর্‌ম্যান্সে সামান্য হেরফের হতে পারে । তাছাড়া নিয়মিত ব্যবহার করলে উবিন কোন সমাধানই না । তাই আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটলের টিউটরিয়ালটাই শুধু দিলাম । (বিস্তারিত…)

লিখেছেনঃজামাল উদ্দিন

উবুন্টু ইন্সটল তো হয়ে গেল … উবুন্টু ইন্সটল করার পর বেশীরভাগ ব্যবহারকারী যে ঝামলায় পড়েন তা হল এর ইন্টারফেস নিয়ে । কোথায় স্টার্ট মেন্যু , কোথায় মাই কম্পিউটার আর কোথায় কন্ট্রোল প্যানেল ! একটা বারের যায়গায় দুই-দুইটা বার – কী আজিব ! আসলে উবুন্টুর জিনোম ডেস্কটপের ইন্টারফেস অনেক অনেক ব্যবহারবান্ধব – বিশেষ করে দুইটা বারের ( যদিএ এদের বলে প্যানেল :) ) ব্যাপারটা । তবে চলুন চিনে নেই উবুন্টুকে – একবার চিনে নিলে দেখবেন উইন্ডোসের চেহারা ফালতু মনে হবে । (বিস্তারিত…)

লিখেছেনঃ জামাল উদ্দিন

উবুন্টুতে মিডিয়া কোডেক গুলো প্রথম থেকই না দেয়া থাকার কারণে এবং সফটওয়্যার সংগ্রহের প্রয়োজনে প্রথমেই দরকার হয় একটা ইন্টারনেট কানেকশন । ইন্টারনেট থাকলেই উবুন্টুর আসল মজাটা বুঝা যায় । এমন সিকিউর আর টেনশনবিহীন ইন্টারনেট ব্রাউজিং লিনাক্স ছাড়া আপনাকে আর কে দেবে বলুন ?
ইন্টারনেট কানেকশন ২ রকমঃ ১. মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশন ২. ব্রডব্যান্ড কানেকশন

মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশনঃ

ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই মোবাইল বা মোডেম দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন । (বিস্তারিত…)