আইএসও বাডি দ্বারা ইমেজ ফাইল ম্যানেজ করা

Posted: জুলাই 4, 2010 in ডাউনলোড
ট্যাগসমূহ:, , , ,

লিখেছেনঃ মেহেদী আকরাম

অনেকেই ইমেজ ফাইল সিডি/ডিভিডিতে রাইট (বার্ন) করতে পারে না। আবার তৈরী থাকা ইমেজকে সর্বাধিক জনপ্রিয় ইমেজ ফরম্যাট ISO তে কনভার্ট করার দরকার হয়। এধরনের ইমেজ ফাইল ম্যানেজ করা যাবে আএসও বাডি সফটওয়্যার দ্বারা। সফটওয়্যারটি দ্বারা gi, nrg, cdi, mdf, img, b5i, b6i, dmg, pdi, bin এবং ccd ফরম্যাটের ফাইলগুলোকে ISO ফরম্যাটের কনভার্ট করা যায়। ২ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://www.dvd-ranger.com বা http://freeandfreeware.blogspot.com থেকে ডাউনলোড করা যাবে।

Source

এখানে আপনার মন্তব্য রেখে যান